ছবি : মেসেঞ্জার
নোয়াখালীর সেনবাগে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ছোরা উদ্ধার করেছে। বুধবার রাতে সেনবাগ সেনাক্যাম্প কমান্ডার রিয়াদের নেতৃত্বে থানা পুলিশ সেনবাগ পৌর শহরের ৩নং ওয়ার্ড অর্জুনতলা গ্রামের আওয়ামীলীগ নেতা মানিকের বাড়ির একটি পরিত্যক্ত চৌচালা টিনের ঘর থেকে ১ টি পাইপ গান, ৬ টি তাজা কার্তুজ ও ২টি বড় ছোরা উদ্ধার করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সেনবাগ সেনাক্যাম্প (৩৫ এসটি ব্যাটালিয়ন) ইনচার্জ ক্যাপ্টেন রিয়াদের নেতৃত্বে সেনবাগ থানা পুলিশ সেনবাগ পৌরসভার অর্জুনতলা গ্রামের আওয়ামীলীগ নেতা মানিক বাড়ির একটি পরিত্যক্ত চৌচালা টিনের ঘর থেকে ওই অস্ত্র,গুলি ও ছোরা উদ্ধার করা হয়। এ সময় তাদের বাড়িতে কেউ ছিলোনা।
ঘটনার সত্যতা নিশ্চি করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানায়, এ ঘটনায় সেনবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে, তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।
মেসেঞ্জার/তুষার