ঢাকা,  বৃহস্পতিবার
১৯ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

বগুড়ায় জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে তদন্ত প্রতিবেদন জমার অভিযোগ

বগুড়া ব্যুরো

প্রকাশিত: ২১:২১, ১৮ ডিসেম্বর ২০২৪

বগুড়ায় জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে তদন্ত প্রতিবেদন জমার অভিযোগ

ছবি : মেসেঞ্জার

বগুড়ার শিবগঞ্জে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক উপ-পরিদর্শকের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন রাকিবুল হাসান নামের এক কলেজ ছাত্র।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম খোকন চন্দ্র। তিনি শিবগঞ্জের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত আছেন।

অভিযোগকারী রাকিবুল হাসান শিবগঞ্জ উপজেলার মেঘাখর্দ্দ গ্রামের সেলিম মিয়ার ছেলে ও সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী।

অভিযোগ পত্রের বরাত দিয়ে রাকিবুল হাসান বলেন, 'আমি গত ২৪ জুন তারিখে আদালতে একটা মামলা দায়ের করি। মামলাটি তদন্ত করার জন্য আদালত শিবগঞ্জ থানাকে দায়িত্ব দেন। পরে থানা মামলাটি মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর খোকন কে দায়িত্ব দেয়। সাব ইন্সপেক্টর খোকন আসামী পক্ষের থেকে মোটা অঙ্কের টাকা গ্রহণ করে মিথ্যা তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছে । উক্ত প্রতিবেদনে তিনি উল্লেখ করেছেন, আসামী পক্ষের সঙ্গে আমার বাবার মারামারি হওয়ায় শেখ সাদী নামের ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। যেই তথ্যটি সত্য নয়। শেখ সাদী বর্তমানে সুস্থভাবে বেঁচে আছেন। তার মিথ্যা প্রতিবেদনের কারণে আমরা সঠিক বিচার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছি।

অভিযোগের ব্যাপারে উপ-পরিদর্শক খোকন চন্দ্র বলেন,' অভিযোগের বিষয়টি জানা নেই। তবে যে ঘটনার কথা বললেন সেটা অনিচ্ছাকৃত ভুল। টাইপিং মিস্টেক ছিল। তাছাড়া বাকি সবকিছু ঠিক আছে।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার( পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আব্দুর রশিদ বলেন, এমনটা হওয়ার কথা না। 'অভিযোগ করলে খতিয়ে দেখা হবে। যদি আজ অভিযোগ করা হয়েছে তাই কপি এখনও হাতে পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মেসেঞ্জার/আলমগীর/তুষার