ঢাকা,  শুক্রবার
২০ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

চকরিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১০:২১, ১৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১২:৪৩, ১৯ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ছবি : মেসেঞ্জার

কক্সবাজারের পেকুয়ায় সিএনজি অটোরিকশা ও ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাচঁজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাতটার দিকে পেকুয়ার টইটং ইউনিয়নের হাজির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে ৪ জনের আংশিক পরিচয় পাওয়া গেলেও বাকী একজনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

সিএনজি চালক পেকুয়ার ধনিয়াকাটার ছৈয়দ আলমের ছেলে মনিরুল মান্নান, একই যানবাহনের যাত্রী চট্টগ্রাম হাটহাজারী এলাকার ফিরোজ, তার স্ত্রী শারমিন এবং তাদের শিশু সন্তানের নাম জানা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত আরেকজনের পরিচয়ও সনাক্ত করা যায়নি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজি অটোরিকশাটি পেকুয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হাজি বাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী ড্রাম্পার ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এতে সিএনজি চালকসহ ৪জন যাত্রী গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাদের করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। এবং অপর একজন শিশুটিও চট্টগ্রামে নেওয়ার পথে মারা যায় বলে জানা গেছে। 

এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, টইটং এর হাজির বাজার এলাকায় সিএনজি ডাম্পার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। ঘটনার পরপরই ডাম্পারটি জব্দ করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মেসেঞ্জার/রিদুয়ান/তারেক