ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

সরাইলে বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

প্রকাশিত: ১১:৫৮, ১৯ ডিসেম্বর ২০২৪

সরাইলে বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ছবি : মেসেঞ্জার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত লোকজনের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে উপজেলার নোয়াগাঁও গ্রামের চৌরাগোদা এলাকায় আনুষ্ঠানিকভাবে শীত বস্ত্র বিতরণ করা হয়।

সরাইল উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শফিকুর রহমান এর সভাপতিত্ব ও বন্ধু ফাউন্ডেশনের ফাউন্ডার সরাইল প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক জহিরুল ইসলাম রিপণ এর সঞ্চালনায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. হাদিছ মিয়া, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ আব্দুল করিম ও ফখরুদ্দিন হৃদয়, সাংবাদিক ফয়জুল কবীর ও আব্দুল মমিন। 

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন ক্বারী জামাল হোসেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শীত বস্ত্র নিতে আসা শিশুসহ নারী-পুরুষগণ এ সময় উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/রিমন/তারেক