ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

খাঁটিহাতা থানা পরিদর্শন ও মতবিনিময় করলেন হাইওয়ে পুলিশ প্রধান

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪০, ১৯ ডিসেম্বর ২০২৪

খাঁটিহাতা থানা পরিদর্শন ও মতবিনিময় করলেন হাইওয়ে পুলিশ প্রধান

ছবি: মেসেঞ্জার

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের আওতাধীন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশের প্রধান অ্যাডিশনাল আইজিপি জনাব মো. দেলোয়ার হোসেন মিঞা।

বুধবার দুপুরে সরাইল উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া অবস্থিত খাঁটিহাতা হাইওয়ে থানা আকস্মিক পরিদর্শন এবং  মতবিনিময় সভায় যোগদান করেন তিনি।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাইওয়ে পুলিশের প্রধান অ্যাডিশনাল আইজিপি মোঃ দেলোয়ার হোসেন মিঞা বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, হাইওয়ে পুলিশের জন্য কল্যাণমূলক সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং পুলিশের কাজকর্মকে ঈমানী দায়িত্ব মনে করে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) জনাব মো. খাইরুল আলম; ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার; স্টাফ অফিসার টু অ্যাডিশনাল আইজি; খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ও অত্র থানার অন্যান্য সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

মেসেঞ্জার/রিমন/তুষার