স্বরাষ্ট্র উপদেষ্টার মতবিনিময় সভার ছবিটি বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে তোলা - টিডিএম।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী পুরোদমে প্রস্তুত হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, শুধু নির্বাচন নয়, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় এখন প্রস্তুত রয়েছে পুলিশ। এছাড়া ইজতেমা ময়দানের সংঘাতের ঘটনা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি আগের তুলনায় কিছুটা স্বাভাবিক হয়ে আশায় শীঘ্রই ইজতেমা ময়দানে মুসল্লীদের প্রবেশ না করার জন্য প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১টার দিকে মুন্সিগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আরও বলেন, জুবায়ের পন্থীদের বেঁধে দেয়া নির্ধারিত সময়েই আগামী ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা।
তবে ইজতেমা ময়দানে সংঘাতের ঘটনায় যারা জড়িত রয়েছে, তদন্ত শেষে কাউকেই কোন ধরনের ছাড় দেয়া হবে না। ফলে ইজতেমা ময়দানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যৌথভাবে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
তিনি আরও বলেন, ইজতেমা ময়দানের ঘটনা নিয়ে সাদপন্থী ও জুবায়ের পন্থী দুই গ্রুপের সাথেই আলাদাভাবে আলোচনা করা হয়েছে। জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
এ সময় মতবিনিময় সভায় জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে জেলার আইনশৃঙ্খলার সার্বিক বিষয়ে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে আলোচনা করেন তিনি। এতে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারসহ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হন। এ ঘটনায় উভয় পক্ষের শতাধিক মুসল্লি আহত হয়েছেন। এরপর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টঙ্গীতে ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে গাজীপুর মহানগর পুলিশ। বুধবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে এ নির্দেশনা দেন।
মেসেঞ্জার/শুভ/তুষার