ছবি : মেসেঞ্জার
বাংলাদেশ থেকে পণ্য আমদানীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) সম্মাননা পেলেন হাতিয়ার কৃতি সন্তান ও কাপ গ্রুপ ওমান এর এমডি অলি উল্লাহ।
বুধবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অধিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে তাকে এই পুরস্কার প্রদান করা হয়।
সর্বোচ্চ খাদ্য পণ্য আমদানী ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে এই পুরস্কারে ভূষিত হন অলি উল্লাহ। তিনি হাতিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের হাজী আবু তাহেরের ছেলে। ২০১২ সালে নিজের ভাগ্যোন্নয়নে ওমানে পাড়ি জমান এবং দীর্ঘ এক যুগ ধরে ওমানে ‘কাপ গ্রুপ ওমান’ প্রতিষ্ঠানটি পরিচালনা করে দেশ থেকে বিভিন্ন খাদ্য পণ্য আমদানী করে আসছে। এতে নিজের ভাগ্যোন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
দেশের অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর ‘বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (এনআরবি)’ নীতিমালা, ২০১৮ অনুযায়ী সিআইপি (এনআরবি) নির্বাচন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী সরকার ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মেসেঞ্জার/রাসেল/তুষার