ছবি : মেসেঞ্জার
রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন বুধবার দিবাগত রাত সাড়ে ৮টায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি ... রাজিউন)। তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়ে, স্ত্রী, আত্মীয়-স্বজন বহুগুণগ্রাহী রেখে গেছেন। তিনি জাতীয়তাবাদাী ছাত্রদল, যুবদল ও সাবেক স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ছিলেন।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বাদ জোহর নগরীর হেতেম খান মোড়ে জানাযার নামাজ শেষে তাকে হেতম খান কবরস্থানে দাফন করা হয়। তার জানাযায় বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেকসহ সর্বস্তরের নেতাকর্মী, সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
মেসেঞ্জার/আনিসুজ্জামান/তুষার