ছবি : সংগৃহীত
বগুড়ায় রেললাইনের পাশ দিয়ে হেঁটে মোবাইলে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে শহরের কামারগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম মো. নূরনবী। তিনি গাবতলী উপজেলার চকসধু এলাকার লালমিয়ার ছেলে৷ এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এস আই মোস্তফা কামাল।
পুলিশের এই কর্মকর্তা জানান, নূরনবী জামিলনগর এলাকায় তার খালায় বাসায় বেড়াতে এসেছিল। বেলা ১২টার দিকে কামারগাড়ী এলাকায় রেললাইনের পাশ থেকে মুঠোফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলেন। এসময় সান্তাহার থেকে পঞ্চগড়গামী দোলনচাঁপা এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই নূরনবীর মৃত্যু হয়।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মেসেঞ্জার/আলমগীর/তুষার