ঢাকা,  শুক্রবার
২০ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

বগুড়ায় নদীতে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়া ব্যুরো 

প্রকাশিত: ২০:১৪, ১৯ ডিসেম্বর ২০২৪

বগুড়ায় নদীতে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

বগুড়ার ধুনটে ৩দিন পর বাঙ্গালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ গৃহবধূ আয়েশা খাতুন (২০) এর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারীর ঝাঁঝড় ঘাট এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বর ভোর ৬টায় একই ইউনিয়নের বিলচাপড়ী গ্রামের আবু বক্করের স্ত্রী আয়েশা খাতুন পার্শ্ববর্তী বাঙ্গালি নদীতে গোসল করতে যায়। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় আবু বক্কর তার স্ত্রীর খোঁজে নদীতে যায়। সেখানে পায়ের স্যান্ডেল দেখতে পেলেও স্ত্রী আয়েশা খাতুনকে দেখতে না পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুজি করে কোথাও না পেয়ে সরকারি জরুরী সেবা ৯৯৯ এ কল করে। খবর পেয়ে সকাল ১১টায় ধুনট ফায়ার স্টেশনের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। উদ্ধার অভিযানে সফল না হওয়ায় ফায়ার সার্ভিস দল ফিরে যায়। বৃহস্পতিবার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামের ঝাঁঝড় ঘাট এলাকায় নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে গৃহবধূ আয়েশার পরিবার ও থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  সাইদুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

মেসেঞ্জার/তুষার