ঢাকা,  শুক্রবার
২০ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ময়লার ভাগাড়ের উচ্ছিষ্ট ভাগাভাগি নিয়ে খুন, গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশিত: ২০:২৯, ১৯ ডিসেম্বর ২০২৪

ময়লার ভাগাড়ের উচ্ছিষ্ট ভাগাভাগি নিয়ে খুন, গ্রেপ্তার দুই

ছবি : মেসেঞ্জার

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড়ের উচ্ছিষ্ট ভাগাভাগি নিয়ে জসিম উদ্দিন হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ।

তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে দুপুর আড়াইটার দিকে হত্যাকাণ্ডের মূলহোতা নেজাম উদ্দিম দিপুকে গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশ। পরে তার দেওয়া তথ্যে বন্দর থানার চান্দারপাড়া এলাকা থেকে সহযোগী সিমায়কে  গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, চট্টগ্রাম নগরের বন্দর থানার আনন্দবাজার চান্দারপাড়া সিটি কর্পোরেশনের ময়লার ডিপোতে ফেলা বাসা-বাড়ির বর্জ্য, মেয়াদোত্তীর্ণ পঁচা-বাসি খাবার, নষ্ট ফলমূল ও বোতল কুড়ানো, ক্রয়-বিক্রয় সংক্রান্ত ব্যাবসাকে কেন্দ্র করে টিজি কলোনিতে আধিপত্য বিস্তার নিয়ে জসিম উদ্দিনের বিরোধ হয়। পরে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নেজাম উদ্দিন দিপু, সোহাগ প্রকাশ বড় সোহাগসহ তাদের সহযোগীরা টিজি কলোনির প্রবেশমুখে রাখাল দাশের বিল্ডিংয়ের সামনে জসিম উদ্দিনকে আক্রমণ করে। এ সময় নেজাম উদ্দিন দিপু জসিমের গলায় ছুরিকাঘাত করে। পরে বুধবার (১৮ ডিসেম্বর) ভোর ৬টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জসিম।

মেসেঞ্জার/সাখাওয়াত/তুষার