ঢাকা,  শুক্রবার
২০ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ময়মনসিংহে প্রশিক্ষিত প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশিত: ২০:৫৮, ১৯ ডিসেম্বর ২০২৪

ময়মনসিংহে প্রশিক্ষিত প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

ছবি : মেসেঞ্জার

ময়মনসিংহ নগরীতে ছয় মাসব্যাপী প্রশিক্ষণ শেষে প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থার আয়োজনে বুধবার (১৮ ডিসেম্বর) সেলাই মেশিন বিতরণ করা হয়।

প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থার সভাপতি আতাউর রহমান জুয়েলের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শেফালী আক্তার, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ইমাম উদ্দিন মুক্তা, সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন, শেখ মহিউদ্দিন আহমেদ, গোপালনগর এমদাদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার, শিক্ষাবিদ মো. চান মিয়া ও পলি চৌধুরী প্রমুখ। অতিথিদের হাত থেকে প্রশিক্ষণার্থী প্রতিবন্ধীরা সেলাই মেশিনসহ উপহার গ্রহণ করেন।

প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থার পরিচালক অনিমেষ তজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিবন্ধী ও তাদের পরিবারের সদস্যসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/নজরুল/তুষার