ঢাকা,  শুক্রবার
২০ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

বগুড়ায় বাস চাপায় অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নিহত

বগুড়া ব্যুরো

প্রকাশিত: ১১:২৬, ২০ ডিসেম্বর ২০২৪

বগুড়ায় বাস চাপায় অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নিহত

ছবি : মেসেঞ্জার

বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার মোকামতলা পল্লী বিদ্যুৎ অফিসের দক্ষিণ পাশে মুরাদপুর নামক স্থানে রংপুর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (নি.) এর নাম আবু মোকাদ্দেম আলী (৫৯) বিপি-৬৫৯৩০৫৯০০৮। তিনি দিনাজপুর সদর উপজেলার গোলকুঠি দক্ষিণ মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা ইয়াছিন আলীর ছেলে। বর্তমানে পরিবারসহ বগুড়ার জলেশ্বরীতলা এলাকায় থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোকাদ্দেম আলী মোটরসাইকেল যোগে দিনাজপুর হতে বগুড়া যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে পিছন থেকে আসা অজ্ঞাত একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান জানান, মোকাদ্দেম আলী পরিবারসহ বগুড়ার জলেশ্বরীতলা এলাকায় থাকতেন। ২০২৩ সালে তিনি চাকরি থেকে অবসর নিয়েছেন। তিনি সর্বশেষ বীরগঞ্জ সার্কেল অফিসে কর্মরত ছিলেন। তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে নিয়মানুসারে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

মেসেঞ্জার/আলমগীর/তারেক