ছবি : মেসেঞ্জার
লক্ষ্মীপুরের রায়পুর বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা রায়পুর পৌরসভা মিরগঞ্জ সড়কে পাশে নিম্ন আয়ের প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সদস্য সচিব শফিকুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির আহবায়ক এবিএম জিলানী, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল জাহের মিয়াজী ও সদস্য সচিব শফিকুল আলম আলমাস, যুগ্ম আহ্বায় এডভোকেট আব্দুল মজিদ সহ বিএনপি'র বিভিন্ন নেতাকর্মীরা।
এ সময় বিএনপি নেতারা বলেন, "আমাদের এ কার্যক্রম মানবিক সহায়তার অংশ। দেশের যে কোনো সংকটে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি।" শীতবস্ত্র পেয়ে সুবিধাভোগীরা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।
মেসেঞ্জার/সুমন/তারেক