ছবি : মেসেঞ্জার
রংপুর মহানগর নাগরিক কমিটির সংগঠক আলমগীর নয়ন বলেছেন, ‘বাংলাদেশের কিছু রাজনৈতিক দল নির্বাচন দেয়ার জন্য চাপ দিচ্ছে, আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বলতে চাই, আগে সংস্কার করতে হবে, বিচার করতে হবে, তার আগে কোনো নির্বাচন দেয়া যাবে না।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে নগরীর টাউন হলে মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতায় দোয়া এবং মোনাজাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠক রায়হান শরীফ, কেন্দ্রীয় সদস্য কনক প্রমুখ।
আলমগীর নয়ন বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের দালাল ও দোসররা এখনো সারা বাংলাদেশে ফেসবুক এবং সরাসরি প্রোপাগান্ডা ছড়াচ্ছে। যত দ্রুত সম্ভব এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।" নয়ন বলেন, "এখনো আমাদের অসংখ্য সহযোদ্ধা ভাই-বোন মৃত্যুর সঙ্গে লড়াই করতেছে, তাদের সু চিকিৎসার ব্যবস্থা করতে হবে।"
তিনি আরো বলেন, ‘আপনারা খেয়াল করে দেখবেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তারা চায় না বাংলাদেশে কোনো নতুন রাজনৈতিক বন্দোবস্ত হোক, কোনো রাজনৈতিক দল তৈরি হোক, কারণ নতুন রাজনৈতিক দল তৈরি হলে, তাদের সঙ্গে লেজুর ভিত্তিক সম্পর্কটা আর টিকে থাকবে না, তারা ভয় পাচ্ছে, তাই তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বাংলাদেশকে নিয়ে, এলিগেশন নিয়ে আসতেছে।’
আলমগীর নয়ন বলেন, "আমি ইন্ডিয়াকে উদ্দেশ্য করে বলতে চাই, ২০০০ ভাই/বোন শহীদ হয়েছে, তাদের রক্তের দাগ এখনো শুকায়নি, কাজেই আমাদেরকে ভয় দেখাবেন না, আমরা রক্ত দেয়া শিখে গিয়েছি। আমাদের উপর যারা অন্যায় অত্যাচার নিপীড়ন চালিয়েছে তাদের ছাড় নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
মেসেঞ্জার/মান্নান/তারেক