ঢাকা,  শুক্রবার
২০ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ফরিদপুরে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী আটক

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত: ১৩:০০, ২০ ডিসেম্বর ২০২৪

ফরিদপুরে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী আটক

ছবি : মেসেঞ্জার

ফরিদপুর শহরের পূর্ব টেপাখোলা হতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) মধ্যরাতে পূর্ব টেপাখোলা এলাকার নজরুল ইসলামের বাড়ির বসত ঘরের পাশের মাস্টার খরির মধ্য থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, আটককৃত ফয়সালের স্ত্রী কামরুন্নাহার বুধবার কোতোয়ালি থানা এসে অভিযোগ করে তার স্বামী ফয়সালের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তার বড় বোন নুরুন্নাহারের মাথায পিস্তল ঠেকিয়ে ধরে।

এমন অভিযোগের আলোকে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ফয়সাল ও নজরুল নামে দুই সন্ত্রাসীকে আটক করে পুলিশ। পরবর্তিতে মধ্যরাতে নজরুলের বড়িতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে। এ সময় খড়ির মধ্য থাকা ১টি ম্যাগজিন ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হবে।

মেসেঞ্জার/নাজিম/তারেক