ছবি : মেসেঞ্জার
চট্টগ্রামের হাটহাজরীতে সিএনজি অটোরিক্সা গাড়ী ছিনতাইকালে সাইমুন (২৮) নামে এক যুবক আটক করেছে এলাকাবাসী। শুক্রবার (২০ডিসেম্বর) সকালে পৌরসদরস্ত ফটিকা ৫নং ওয়ার্ড কামাল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতযুবক মির্জাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মুহরীহাট এলাকার আবাদ আলী সওদাগরের বাড়ির মো. রফিকের পুত্র।
চালক ও প্রত্যক্ষদর্শীর সুত্রে জানা যায়,বৃহস্পতিবার রাতে নাজিরহাট মহাসড়কে সরকারহাট কালী বাড়ির সামনে ৪-৫জন যুবক চুরি দেখিয়ে (চট্টগ্রাম-থ-১৪-৭০৯৮) নাম্বারের সিএনজি অটোরিক্সাটি গতিরোধ করে।পরে চালককে মারধর করে মহাসড়কের পাশে ফেলে রেখে গাড়ি নিয়ে পালিয়ে যায়।
শুক্রবার ভোরে পৌরসদরস্ত কামালপাড়া খানসামা মসজিদের পাশে দুই যুবকসহ গাড়িটি নিয়ে আসলে, এলাকাবাসী সন্দেহ হলে, ঐ যুবকদের গাড়ির কাগজপত্র দেখাতে বললে তারা দেখাতে ব্যর্থ হয়।পরবর্তীতে গাড়ীর মালিক জিপিএসের মাধ্যমে গাড়ীটি লোকেসন সনাক্ত করার পর গাড়িটি সন্ধান করতে এলে উপস্থিত লোকজনকে প্রমাণাদি দেখানোর পর গাড়ীটি চালক ও মালিককে বুঝিয়ে দেয়।
পরে কৌশলে একজন পালিয়ে গেলে অপরজনকে পুলিশের নিকট সোর্পদ করে। পুলিশে উপপরিদর্শক মো:শাহজাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থাম থেকে এক যুবককে আটক করা হয়। মামলা রুজি করার পর আটককৃতের সাথে জড়িত ব্যাক্তিদ্বয়কে দ্রুতসময়ের মধ্য আটকের জন্য অভিযান পরিচালনা করা হবে।
মেসেঞ্জার/সুমন/তারেক