ছবি : মেসেঞ্জার
কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলার মামলায় সদর উপজেলার বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বোরহান উদ্দিনকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পেরর সদস্যরা।
মো. বোরহান উদ্দিন কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই মূলসতাল এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার হাবিবনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
পরে দুপুরে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও আরও জানা যায়, (৭ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ মডেল থানায় দায়েরকৃত জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার একটি মামলায় মো. বোরহান উদ্দিন এজাহারভুক্ত আসামী। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন।
এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কিশোরগঞ্জ সদর মডেল থানায় গ্রেপ্তারকৃত আসামীকে হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্ল্যেখ করা হয়।
মেসেঞ্জার/সাজু/তারেক