ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

স্বপ্নবাগিচা ও অগ্নিবীণা পাঠাগারের আয়োজন ‘মিলি বিজয়ের তানে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:৪৩, ২০ ডিসেম্বর ২০২৪

স্বপ্নবাগিচা ও অগ্নিবীণা পাঠাগারের আয়োজন ‘মিলি বিজয়ের তানে’

ছবি: মেসেঞ্জার

মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে চট্টগ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যালয় স্বপ্নবাগিচা বিদ্যানিকেতন ও অগ্নিবীণা পাঠাগারের যৌথ উদ্যোগে  আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর টাইগারপাস রেলওয়ে কলেনীস্থ স্বপ্নবাগিচা বিদ্যানিকেতন প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

গান, কবিতা আবৃত্তি আর শিশুদের চিত্রাঙ্কনের এই আনন্দ আয়োজনে অংশ নেয় টাইগারপাস রেলওয়ে কলোনীসহ আশপাশের এলাকার দুই শতাধিক শিশু-কিশোর ও অভিভাবকবৃন্দ। 

সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষার্থী, পাঠাগার সদস্য, স্বরনন্দন প্রমিত বাঙলা চর্চা কেন্দ্রের সদস্যবৃন্দ, রুবেল বিশ্বাস, সুমিত বড়ুয়া ও অমিত বড়ুয়া।

স্বপ্নবাগিচা বিদ্যানিকেতনের শিক্ষিকা প্রিয়ম দাশের সঞ্চালনায় আলোচনা সভা পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জাপানের অনারারি কনসাল (সাবেক) নুরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুনমুন নেসা চৌধুরী এবং খুলশী থানার উপপরিদর্শক হাফিজুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন অগ্নিবীণা পাঠাগারের সংগঠক সানি চৌধুরী। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুনমুন নেসা চৌধুরী বলেন, বাঙালির উপর হয়ে আসা নানা বৈষম্যের দূর করতে একাত্তরে মুক্তিযোদ্ধারা লড়াই করেছিল। তবে এখনও পর্যন্ত সাধারণ খেটে খাওয়া মানুষ বিজয়ের সেই ফল পায়নি। আমাদের খেটে খাওয়া মানুষগুলো আজও বেঁচে থাকার জন্য সংগ্রাম করে চলছে।

সকল শ্রেণি পেশার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান মুনমুন নেসা চৌধুরী। 

এছাড়া বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম তাঁর একাত্তরের দিনের অভিজ্ঞতা শেয়ার করেন শিক্ষার্থীদের মাঝে। পরিবেশ, সমাজ ও রাষ্ট্রের প্রতি শিক্ষার্থীদের দায়বদ্ধতার কথা তুলে ধরেন তিনি।  

এসময় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

মেসেঞ্জার/আকরাম/এসকে/ইএইচএম