ঢাকা,  সোমবার
৩০ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

যশোরে আলাদা সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫০, ২১ ডিসেম্বর ২০২৪

যশোরে আলাদা সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

ছবি : মেসেঞ্জার

যশোরে আলাদা সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার গাজীর দরগাহ এলাকার হাফিজুর রহমানের ছেলে বুলু মিয়া (৫০), মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের হালসা গ্রামের সবেদ আলীর ছেলে আফজাল হোসেন (৩৫) ও যশোর শহরের খোলাডাঙ্গা হাফিজুর রহমানের ছেলে ইমরান (৩০)। 

স্থানীয়রা জানিয়েছেন, গাজীর দরগাহ তেল পাম্পের পাশে বুলু মিয়ার মুদি দোকান রয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি দোকান থেকে বের হয়ে যশোর-বেনাপোল সড়ক পার হচ্ছিলেন। এসময় এসপি গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে সড়কের পাশের গাছে আঘাত করে। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক বুলুকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। 

একই দিন বেলা সাড়ে ১১ টার দিকে মণিরামপুর উপজেলার স্মরণপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক আফজাল হোসেনের (৩৫) মৃত্যু হয়। নিহতের স্বজনরা জানিয়েছেন, ঝিকরগাছা থেকে মোটরসাইকেল চালিয়ে মণিরামপুর ফিরছিলেন আফজাল। পথিমধ্যে স্মরণপুরে পৌঁছালে সামনে থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় তিনি সড়কের পাশে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে যান। আফজালের শারীরিক অবস্থার অবনতি দেখে চিকিৎসক যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। তাকে নিয়ে জরুরি বিভাগে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এদিকে, শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় কেশবপুর উপজেলার কালীবাড়ি বাইশা এলাকায় সিএনজি ও ইজিবাইকের সংঘর্ষে পথচারি ইমরানের মৃত্যু হয়। তিনি খোয়া ভাঙা শ্রমিকের কাজ করতেন। ঘটনার সময় কাজ শেষ করে ফিরছিলেন। স্থানীয়রা জানান, সিএনজি ও ইজিবাইকের সংঘর্ষে পথচারী ইমরান আহত হন। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। এ সময় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইমরানকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জোবাইদা জানান, হাসপাতালে তাদেরকে মৃত অবস্থায় আনা হয়। সড়ক দুর্ঘটনায় মাথা বুকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মেসেঞ্জার/বিল্লাল/তারেক