ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

চকলেটের প্রলোভন দেখিয়ে মোংলায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেপ্তার ১

মোংলা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৮, ২১ ডিসেম্বর ২০২৪

চকলেটের প্রলোভন দেখিয়ে মোংলায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেপ্তার ১

ছবি : মেসেঞ্জার

মোংলায় চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এক শিশুকে ধর্ষণ চেষ্টাকালে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় স্থায়ী বন্দর এলাকার মাধবী কলোনীর পার্কে এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত ব্যক্তিকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

থানায় দায়েরকৃত মামলার বিবরণে জানা যায়, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাধবী কলোনীর শিশুপার্কে ৯ বছরের এক শিশু তার সহপাঠীর সাথে খেলা করছিল। তখন লিটন হাওলাদার (৪৫) নামের প্রাইভেট কার চালক ওই শিশুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ডেকে নেন।

পরে তাকে সেখানকার একটি দোলনার উপর ধর্ষণের চেষ্টা করতে থাকেন। তখন ওই শিশুর কান্নাকাটি ও ডাক-চিৎকার তার বাবা ও মা ছুটে আসেন। তাদেরকে আসতে দেখে ধর্ষণ চেষ্টাকারী দৌড়ে পালানোর সময় স্থানীয়রা ধরে ফেলেন। পরে স্থানীয় লোকজন তাকে মারপিট করে রাতে পুলিশে দেন। 

এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন ভুক্তভোগী শিশুটির মা। এ বিষয়ে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, শিশুটিকে ধর্ষণ চেষ্টায় মামলা হয়েছে, মামলা নং ৭। এ মামলায় আটক লিটনকে শনিবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মেসেঞ্জার/হাসান/তারেক