ছবি : মেসেঞ্জার
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, তাঁতীদল, ছাত্রদল ও সকল অঙ্গসংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ওই ঘটনায় উপজেলা বিএনপির জরুরি সভা থেকে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু। এর আগে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে শনিবার (২১ ডিসেম্বর) বিএনপির পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ওই সময় জানানো হয়, উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, তাঁতীদল, ছাত্রদল ও সকল অঙ্গসংগঠনের কমিটি ২০ ডিসেম্বর থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। লিখিত বিজ্ঞপ্তিতে সাক্ষর করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক জেডএম নাজমুল ইসলাম মিঠু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সালেহ আহম্মদ, সদস্য সচিব মো. সফিকুর রহমান ভূঁইয়া।
বিএনপির একটি সূত্র জানায়, এর আগে শুক্রবার রাতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, তাঁতীদল ও ছাত্রদলের জরুরি বৈঠক করা হয়। ওই বৈঠকে ঘটনা তদন্তে কমিটি করা হয়। কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। তদন্ত কমিটিতে উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সালেহ আহমেদ, সদস্য সচিব শফিকুর রহমান ভূঁইয়া, সহযোগী ও অঙ্গসংগঠনের জেলা কমিটির একজন করে প্রতিনিধি রাখা হয়। তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত বৃহস্পতিবার ও শুক্রবার আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পরে মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ওই সময় বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। ৫ আগস্টের পর মেঘনার চর, মাছঘাট, বাজার ও কাঁচামালের আড়ত নিয়ন্ত্রণ নিয়ে ইউনিয়নে বিএনপির মধ্যে দুটি ধারা সৃষ্টি হয়। একপক্ষে উপজেলা কৃষক দলের সদস্যসচিব শামিম গাজী ও অন্যপক্ষে ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফারুক কবিরাজ নেতৃত্ব দিচ্ছেন।
রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু বলেন, ‘সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির কমিটিসহ অঙ্গসংগঠনের সব কমিটি বিলুপ্ত করা হয়েছে। ঘটনাটি নিয়ে দল থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনদিনের মধ্যে কমিটির দায়িত্বপ্রাপ্তরা প্রতিবেদন জমা দেবেন। এরপর জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’
মেসেঞ্জার/সুমন/তুষার