ছবি : মেসেঞ্জার
কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী ফেনীতে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৯টার সময় চট্টগ্রাম র্যাব- ৭ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফেনী এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীকে গ্রেফতার করে।
চট্টগ্রাম র্যাব-৭ এর আভিযানিক দল উপরোক্ত আসামীকে গ্রেফতার করে কক্সবাজার র্যাব-১৫ কে হস্তান্তর করে।কক্সবাজার র্যাব-১৫ আজ (২১ ডিসেম্বর) শনিবার বিকাল ২ টার সময় চকরিয়া থানা পুলিশকে হস্তান্তর করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীকে কক্সবাজার র্যাব-৭ আজ বিকাল ২টার সময় আমাদের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে চকরিয়া থানায় ৪টি মামলা রয়েছে। চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীকে আদালতে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, ফজলুল করিম সাঈদী সাঈদী চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
মেসেঞ্জার/হাফিজ/তুষার