ঢাকা,  মঙ্গলবার
২১ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

লামার মিরিঞ্জায় পাহাড়িদের জায়গা জবর দখলের অভিযোগ

লামা (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৬, ২১ ডিসেম্বর ২০২৪

লামার মিরিঞ্জায় পাহাড়িদের জায়গা জবর দখলের অভিযোগ

ছবি : মেসেঞ্জার

বান্দরবানের লামা উপজেলায় নতুনভাবে মিরিঞ্জা পাহাড়ে গড়ে উঠা পর্যটন কেন্দ্রে দীর্ঘদিন ধরে বসবাস করা পাহাড়ি ম্রো সম্প্রদায়ের জায়গা জবর দখল অপচেষ্টা ও সহজ সরল ম্রো সম্প্রদায়ের বিভিন্ন জনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে লামা পৌরসভার বাসিন্দা দুলাল মিয়া ও ফারুক গংদের বিরুদ্ধে।

ভুক্তভোগী সুভাষ ত্রিপুরা ও রুবেল ত্রিপুরা বলেন, ইয়াংছা মৌজায় আমাদের দীর্ঘদিনের দখলিও ৫একর তৃতীয় শ্রেণির জায়গা ১৯৮৪/৮৫ সনে লামা উপজেলার ২৮৪নং ইয়াংছা মৌজায় যৌত খামারের জি/৩৪ হোল্ডিং মূলে সরকার পাহাড়িদের পাঁচ একর করে জায়গা দেন। সেই জায়গা আমরা ভোগ দখলীয় অবস্থায় আছি। হঠাৎ করে দুলাল মিয়া ও ফারুক গং ২৯৩নং ছাগল খাইয়া মৌজার জায়গা বলে জবর দখলের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করছে। আমরা সহজ সরল ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ, আইন আদালতের ভয় দেখিয়ে এই জায়গা ছেড়ে দিতে বলেছে। আমাদের নিয়মিত বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি পাহাড়িদের  জমি দখল অপচেষ্টা বন্ধ হোক।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, মিরিঞ্জ এলাকায় নতুন করে গড়ে উঠা রিসোর্টের জন্য জমির দাম বৃদ্ধি হওয়ায় জায়গা জমি দখল বেদখলের ঘটনা বেড়েছে। পাশের ম্রো পাড়ার লোকজন উচ্ছেদ আতঙ্কে দিন কাটাচ্ছে। পাহাড়ি সংস্কৃতি ঠিকিয়ে রাখতে পাহাড়িদের জমি জবর দখলকারীদের আইনের আওতায় আনা হোক।

মামলার আসামী লিংরাও ম্রো বলেন, আমাদের সাথে দুলাল মিয়া ও ফারুকের সমস্যা না থাকলেও মামলায় আমিসহ ডানিয়েল ম্রো ও সোমোয়েল ম্রোকে আসামি করা হয়েছে। আমাদের নিয়মিত হুমকি ধামকি দিচ্ছে। আমরা পাহাড়ি মানুষ হিসেবে স্বাধীন ও নিরাপদভাবে বসবাস করতে চাই। মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করা হচ্ছে। আমরা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছি।

লামার মিরিঞ্জা লাঙ্গী ম্রো পাড়ার কারবারি মেনচিং ম্রো বলেন, এতদিন আমরা সুন্দরভাবে জীবন যাপন করে আসছি হঠাৎ করে রিসোর্ট হওয়ার পর থেকে এখানে জায়গা জমি দখল বেদখলের ঘটনা বেড়েছে। পাশাপাশি অসহায় ম্রো সম্প্রদায়ের মানুষের জমি দখল করে নেওয়া হচ্ছে, মিথ্যা মামলা ও হুমকি ধামকি দিয়ে হয়রানির করে যাচ্ছে একটি দখলবাজ চক্র। আমরা সুন্দরভাবে জীবন যাপনের জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

অভিযুক্ত মোহাম্মদ দুলালের কাছে মুটোফোনে জানতে চাইলে তিনি বলেন আমার বিরুদ্ধে করা অভিযোগ সত্য নয়। বিস্তারিত পরে বলবো। 

মেসেঞ্জার/বিপ্লব/তুষার