ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

লক্ষ্মীপুরে ‘হোন্ডা’ মোটরসাইকেলের শোরুম উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:৩২, ২১ ডিসেম্বর ২০২৪

লক্ষ্মীপুরে ‘হোন্ডা’ মোটরসাইকেলের শোরুম উদ্বোধন

ছবি : মেসেঞ্জার

জমকালো আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে বিশ্বের প্রথম জাপানি ব্র্যান্ডের মোটরসাইকেল ‘হোন্ডা’ কোম্পানির শোরুম উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের ফায়ার সার্ভিসের সামনে বর্ণাঢ্য আয়োজনে ফিতা কেটে শোরুমিটির উদ্বোধন করা হয়। 'এন রহমান মটরস্' নামে শোরুমটি পরিচালনা করা হবে।

এর-আগে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোরুমের স্বত্বাধিকারী মো. নুরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের এমডি ও সিইও শিজারু মাটসুজাকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা,  লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) মো. আবদুল আজিজ, হোন্ডা কোম্পানির ডেপুটি হেড সিএস নাহিম আহমেদ, ডেপুটি হেড মার্কেটিং আবির আজাদ, চট্টগ্রাম বিভাগের আরএম আরাফাত হোসেনসহ প্রমূখ।

এছাড়া নতুন এই শোরুমটি উদ্বোধনের সময় সেখানে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এর উর্ধ্বতন কর্মকর্তা, এক্সিকিউটিভ ও স্টাফগণ উপস্থিত ছিলেন।

এন রহমান মটরস্ এর স্বত্বাধিকারী মো. নুরুর রহমান জানান, এই নতুন শোরুমে হোন্ডার সার্ভিস থেকে শুরু করে স্পেয়ার্স সেলস সব কিছুই এক সাথে পাওয়া যাবে।

মেসেঞ্জার/শিবলু/তুষার