
ছবি : মেসেঞ্জার
ঢাকাস্থ হাতিয়া আইনজীবী সমিতির আয়োজনে "আইনের অধিকার প্রেক্ষিত হাতিয়া" শীর্ষক শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে চাঁদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদ হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
ঢাকাস্থ হাতিয়া আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট নাছিম উদ্দিন মো. বায়েজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আহসান হাবিব, সেমিনার আয়োজন কমিটির আহবায়ক আশ্রাফুল ইমাম সুমন, সদস্য সচিব শাহ মোহাম্মদ মাহফুজুল হক, হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শারফুউদ্দীন, এ্যাডভোকেট নুরুল ইসলাম, এ্যাডভোকেট ফজলে আজিম তুহিন, জামায়েত ইসলামী হাতিয়া উপজেলা সেক্রেটারি নুর উদ্দিন মেশকাত, হাতিয়া প্রেসক্লাবের আহবায়ক জিএম ইব্রাহীম ও হাতিয়ার কথার সম্পাদক মুহাম্মদ কেফায়েতুল্লাহ।
সেমিনারে বক্তারা বলেন, হাতিয়ার দ্বীপের সন্তানেরা দেশের বিভিন্ন অঞ্চলে এখন আইন পেশার সাথে জড়িত। বিশেষ করে ঢাকাতে অনেকে আছেন যারা সুনামের সাথে এই পেশায় সেবা দিয়ে আসছেন। হাতিয়া দ্বীপের অনেক অসহায় লোকজন আছেন যারা ঢাকাতে ও জেলা সদরে মামলা মোকাবেলা করতে গিয়ে হয়রানীর শিকার হন। এসব লোকজনকে আইনি সহায়তা দেওয়ার জন্য একটি প্লাটফর্ম তৈরি করার সিদ্বান্ত হয় সেমিনারে।
সেমিনারে হাতিয়ায় জন্মগ্রহন করেছেন এখন ঢাকা ও জেলা সদর সহ হাতিয়ায় আইনজীবী হিসাবে কর্মরত অনেকে অংশগ্রহন করেছেন।
মেসেঞ্জার/রাসেল/তুষার