ছবি : মেসেঞ্জার
ঢাকা-বেনাপোল রুপসী বাংলা এক্সপ্রেস ৮২৭/৮২৮ ঝিকরগাছা স্টেশনে যাত্রা বিরতির দাবিতে ঝিকরগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন “ফ্রেন্ডস্ টুয়েন্টির’’ আয়োজনে শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান আলী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ব্রিটিশ আমল থেকে ঝিকরগাছা স্টেশনে সবধরনের ট্রেনের যাত্রাবিরতি ছিল। এক সময় সাতক্ষীরা থেকে শুরু করে চৌগাছা, মহেশপুর, কোটচাঁদপুরসহ বিভিন্ন এলাকা থেকে নৌকায় করে মালামাল নিয়ে ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে পৌছাত। এরপর সেই মালামাল ঝিকরগাছা থেকে রেলযোগে কোলকাতা, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে পৌছে যেত। বর্তমানে ফুলের রাজধানী খ্যাত ঝিকরগাছার ফুল দেশের প্রায় সব জেলাতে যাচ্ছে। ফলে ঝিকরগাছা স্টেশনে রুপসী বাংলা এক্সপ্রেসের যাত্রা বিরতি সহজেই সেই ফুল পৌছানো সম্ভব বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস্ টুয়েন্টির সভাপতি আকরাম হোসেন, সাবেক সভাপতি আলহাজ্ব ইয়াউর রহমান, সাবেক সভাপতি আরাফাত কল্লোল, সদস্য শাহিন আহম্মেদ, রুহুল আমীন, শাহাদৎ হোসেন, হাবিবুর রহমান হাবিবসহ স্থানীয় সাংবাদিক প্রতিনিধিগণ।
মেসেঞ্জার/তুষার