ঢাকা,  রোববার
২২ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

সরাইলে উদীচি শিল্পীগোষ্ঠীর ১৫তম সম্মেলন অনুষ্ঠিত

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩০, ২১ ডিসেম্বর ২০২৪

সরাইলে উদীচি শিল্পীগোষ্ঠীর ১৫তম সম্মেলন অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা শাখার উদীচি শিল্পীগোষ্ঠীর ১৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকালে সরাইল শহিদ মিনার প্রাঙ্গণে সরাইল উপজেলা উদীচি শিল্পীগোষ্ঠীর সভাপতি মোজাম্মেল পাঠানের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উদীচি শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জামসেদ আনোয়ার তপন।

সরাইল উদীচি শিল্পীগোষ্ঠীর যুগ্ন সম্পাদক এখলাছ উর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাখেন উদীচি শিল্পীগোষ্ঠীর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী স্বপন, সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, বাবু সনাতন উল্লাস, সন্জীব কুমার দেবনাথ, দেবদাস সিংহ রায়, মোহাম্মদ আলী মাষ্টার, তৌফিক আহমেদ তফছির, মো. আলমগীর মিয়া, মহেন্দ্র চন্দ্র দাস প্রমুখ।

সম্মেলনে ২৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি পদে মোঃ মোজাম্মেল পাঠান ও সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম নির্বাচিত করা হয়।

মেসেঞ্জার/রিমন/তুষার