ছবি : মেসেঞ্জার
জামালপুর শহরের ইজিবাইকের চাপায় নুরুল হক জঙ্গী (৭৫) নামে এক প্রবীণ সাংবাদিকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) রাত ৮ টার দিকে শহরের বানিয়াবাজার এলাকায় ইজিবাইকের চাপায় গুরুতর আহত হন তিনি। পরে রাত ৯ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত নুরুল হক মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা এলাকার বাসিন্দা। তিনি জামালপুর থেকে প্রকাশিত দৈনিক পল্লীকন্ঠ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জামালপুর পৌর এলাকার বানিয়াবাজার থেকে বাগানবাড়িতে তার পত্রিকা অফিসে ফেরার পথে দুই ইজিবাইক তাকে চাপা দেয়।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মেসেঞ্জার/উজ্জ্বল/তারেক