ছবি : মেসেঞ্জার
নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থী, আদর্শ শিক্ষক ও প্রবীন নাগরিকদের সম্মাননা, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। রোববার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার বীরশ্রেষ্ঠ শহীদ মো. রুহুল আমিন মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন।
অনুষ্ঠানে চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় বৃত্তি পরীক্ষায় কৃতি ৭৬ জন শিক্ষার্থীকে সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়। শতাধিক প্রবীণ নাগরিকে সম্মাননা স্বরুপ নগদ অর্থ উপহার দেওয়া হয়। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ইমাম, মোয়াজ্জেম, নুরানি, কওমী, প্রাথমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার ৩০ শিক্ষককে আদর্শ শিক্ষক হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইসতিয়াক আহমেদ। প্রধান বক্তা ছিলেন ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন একেএম গোলাম কিবরিয়া।
এম. এইচ গ্লোবাল গ্রুপের সার্বিক সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আকতারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গোলাম মুর্তজা, জহিরুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ গোলাম মাওলা।
এরপর সোনাইমুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের সামাজিক ও মানবিক কার্যক্রমের জন্য প্রতিষ্ঠাতা একে এম গোলাম কিবরিয়াসহ সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, দেশকে মানবিক ও অর্থনৈতিকভাবে স্বয়ং সম্পূর্ণ করার জন্য সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে। ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন দীর্ঘদিন থেকে শিক্ষার মানোন্নয়ন কাজ করে যাচ্ছে। এ ধরনের কার্যক্রম আধুনিক শিক্ষা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেসেঞ্জার/ইয়াকুব/তারেক