ছবি : মেসেঞ্জার
খুলনার পাইকগাছায় তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্পের আওতায় তথ্য বুথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার চাঁদখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউএসএআইডির অর্থায়নে ও দ্য কাটার সেন্টারের সহযোগিতায় এবং অগ্রগতি সংস্থার বাস্তবায়নে এ ক্যাম্প আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দলিত সম্প্রদায়ের ৬০ জন নারীর সামনে উপজেলা পরিষদের পাঁচটি দপ্তরের সেবা কার্যক্রম উপস্থাপন করা হয়।
এ বিষয়ে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা এস.এম. মনিরুল হুদা, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বাবলুর রহমান এবং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রনধীর সরকার। এসময় উপস্থিত ছিলেন অগ্রগতি সংস্থার প্রোগ্রামার সেলিমুর রহমান, প্রকল্প মনিটরিং কর্মকর্তা আসমাউল হোসেন সোহানা এবং প্রকল্প হিসাবরক্ষক আব্দুর রহিম প্রমুখ।
মেসেঞ্জার/সবুজ/তুষার