ছবি : মেসেঞ্জার
নিজ বাড়ী থেকে নানা বাড়ীতে যাওয়ার পথে নোয়াখালীর সেনবাগে মাটির ট্রাক্টরের চাপায় ছোট ভাই মেহরাজ হোসেন নিহত ও বড় ভাই মেহেদী হোসেন আহত হয়েছে।
ঘটনাটি রোববার (২২ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের খলিফা পাড়া-হিরাপুর সড়কের পশ্চিম চাঁদপুর মদিনাতুল উলুম মাদরাসার পাশে ঘটে।
নিহত ও আহত দু’জনেই ওই গ্রামে ব্যাপারী বাড়ীর দুবাই প্রবাসী সবুজের ছেলে।
নিহতের মাতা জান্নাতুল ফেরদাউস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ছোট ভাই মেহরাজ হোসেন বড় ভাই মেহেদী হোসেনকে এক সাথে সাইকেল নিয়ে নিজ বাড়ী থেকে নানার বাড়ী একই গ্রামের ইউনুছ মাঝির বাড়ীতে যাওয়া সময় বিপরিত দিক থেকে আসা ভুইয়া ব্রিক্সের মাটির ট্রাক্টরের চাপায় দুজনেই আহত হয়। এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাদের উদ্বার করে সেনবাগ সরকারী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মেহরাজ হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বড় ভাই মেহেদী হোসেন মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
খবর পেয়ে সেনবাগ থানার এসআই মোজাম্মেল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্বার করে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়ার সাথে সাথে সারা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ লাশ উদ্বার করে থানায় নিয়ে আসে। বেকুর ট্রাক্টরের চালককে আটক ও ট্রাক্টর জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মেসেঞ্জার/জাহাঙ্গীর/তুষার