ছবি : মেসেঞ্জার
বাস্তুচ্যুত রোহিঙ্গারা শরনার্থী জীবন থেকে মুক্তি পেতে নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হলে তারা স্বদেশে ফিরবেন বলে প্রস্তুত এমনটা জানিয়েছেন রোহিঙ্গারা। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরের দিকে উখিয়ার ৯ নম্বর ক্যাম্পে শত শত রোহিঙ্গা শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আরকান রোহিঙ্গা ইউথ ফোরামের উদ্যোগে আয়োজিত সমাবেশ এ কথা গুলো বলেন।
রোহিঙ্গা নেতা ডাক্তার জুবায়ের বলেন, রোববার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে উখিয়ার ৯ নম্বর ক্যাম্পে রোহিঙ্গা আরকান রোহিঙ্গা ইউথ ফোরামের উদ্যোগে শত শত রোহিঙ্গা যুবক ও শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজিত সমাবেশে আমাদের দাবি ছিলো রোহিঙ্গা ক্যাম্পের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সহ সম্প্রতি মিয়ানমারের রাখাইনে আরকান আর্মির শক্তিশালী অবস্থানের প্রতিক্রিয়া বিষয় কথা বলা হয়।
সে সঙ্গে মিয়ানমারের জান্তা সরকার রোহিঙ্গাদের ওপর যে গণহত্যা করেছিলো তার সঠিক ন্যায় বিচার, রোহিঙ্গা জনগণের নাগরিক অধিকার ও নিরাপত্তা এবং মর্যাদা পুর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থার বিষয়ে সমাবেশে কথা গুলো তুলে ধরা হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের দাবি গুলো নিশ্চিত করা হলে আমরা এখনেই সেচ্ছায় মিয়ানমার নিজ দেশে চলে যাওয়ার কথা জানান। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সিরাজ আমিন রোহিঙ্গাদের সমাবেশের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। তবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তি পূর্ণ ভাবে সমাবেশটি শেষ হয়েছে বলে তিনি জানায়।
মেসেঞ্জার/শহিদুল/তারেক