ঢাকা,  রোববার
২২ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ভাতা বৃদ্ধির দাবিতে রংপুরে পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকদের বিক্ষোভ ও মানববন্ধন 

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

প্রকাশিত: ১৬:৪৯, ২২ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৬:৪৯, ২২ ডিসেম্বর ২০২৪

ভাতা বৃদ্ধির দাবিতে রংপুরে পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকদের বিক্ষোভ ও মানববন্ধন 

ছবি : মেসেঞ্জার

বিএসএমএমইউ ও বিসিপিএস এর অধিভুক্ত পোস্টগ্রাজুয়েট প্রাইভেট  চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি পালন করছে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস।

রোববার (২২ ডিসেম্বর) সকাল ১১ টায় মেডিকেল ক্যাম্পাস থেকে তারা মিছিল নিয়ে হাসপাতালে যায়। সেখানে মানববন্ধন করে তারা।

এ সময় আন্দোলনকারীরা বলেন, আমরা পোস্ট গ্রাজুয়েটধারীরা হাসপাতালে কাজ করি, চিকিৎসা সেবা দেই। কিন্তু আমাদের মাত্র ২৫ হাজার টাকা ভাতা দেয়া হয়। যা দিয়ে কোনভাবেই আমাদের সংসার চলে না। আমরা দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধির আবেদন জানিয়ে আসছি। কিন্তু কেউই আমাদের কথা শুনছে না। তারা বলেন বিশ্বের বিভিন্ন দেশে এই ভাতা ৫০-৭৫ এবং ১ লাখ টাকা পর্যন্ত। কিন্তু আমাদের ভাটা মাত্র ২৫ হাজার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এ সময় তারা ৫০ হাজার টাকা ভাতা করার দাবির আহ্বান জানান।

এদিকে কর্মবিরতি শুরু করায় হাসপাতালে রোগীদের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আশিকুর রহমান জানান, আমাদের কলেজে এখনো কর্মবিরতি শুরু হয়নি। ঢাকায় আলাপ আলোচনা চলছে। আন্দোলনকারীদের দাবি আমরা ঢাকায় জানিয়েছি। আশা করছি এর একটি সুস্থ্য সমাধান হবে।

মেসেঞ্জার/তুষার