ঢাকা,  রোববার
২২ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

পটিয়ায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম 

প্রকাশিত: ১৭:১১, ২২ ডিসেম্বর ২০২৪

পটিয়ায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি : মেসেঞ্জার

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বিকাল ৩ টায় পটিয়াস্থ জেলা কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

দক্ষিণ জেলার সহ-সভাপতি মাস্টার জামাল আহমদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব কাজী মুহাম্মাদ সোলাইমান চৌধুরী।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নেতা এম মহিউল আলম চৌধুরী ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নেতা জসিম উদ্দিন।

প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভায় ইসলামী ফ্রন্ট নেতা আবুল কালাম লিটনের পরিচালনায় অনান্যদের মধ্য বক্তব্য রাখেন  ছৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু, মাওলানা আবুল কাশেম আনছারী, আলহাজ্ব মুহাম্মদ আলী হোসাইন, অধ্যক্ষ আহমদ রেজা নক্সবন্দি, ফয়েজ উল্লাহ খতিবী, এম বেলাল উদ্দিন আলমদার, জসিম উদ্দিন তৈয়বী, মোক্তার হোসেন শিবলী, যুবনেতা দিদারুল ইসলাম, ছাত্রনেতা ওসমান সহ আরো অনেক।

প্রধান অতিথি বলেন, শান্তি প্রিয় বাংলাদেশে জঙ্গিবাদরা অশান্তি সৃষ্টি করতে আজ বহুমুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে জঙ্গীবাদ দমনে অন্তবর্তীকালীন সরকারকে কঠোর হতে হবে। সাথে সাথে সুফিবাদি সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুবসেনা ও ছাত্রসেনার সকল স্তরের সাংগঠনিক কর্মীদের মাঠে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান।আলোচনা সভা শেষে পটিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এক বিশাল র্যালী বের করেন।