ছবি : মেসেঞ্জার
রবিবার (২২ ডিসেম্বর) সোনাইমুড়ী উপজেলার জয়াগে গান্ধী আশ্রম ট্রাস্টে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ ৪৭ পরিবারকে ঘর মেরামতের জন্য চেক বিতরণ করা হয়। স্বরণকালের এই ভয়াবহ বন্যার পানি ৯ টি উপজেলার মত জয়াগেও ব্যাপক ক্ষতি সাধিত হয়।
ActionAid & PRAAN এর উদ্যোগে উক্ত অনুষ্ঠানে গান্ধী আশ্রম এর পরিচালক রাহা নব কুমার এই চেক তুলে দেন। চেক পেয়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো বেশ খুশি।
এর আগে এনজিও সংস্থা প্রাণ যৌথভাবে সেপ্টেম্বর মাসে আশ্রয় কেন্দ্রে খাদ্য সহায়তা দেয়। রাহা নব কুমার দি ডেইলি মেসেঞ্জারকে জানান, গান্ধী আশ্রম মূলত অসহায় দরিদ্র মানুষের জন্য কাজ করে। এটি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এলাকার হতদরিদ্র মহিলারা এখানে কাজের সুযোগ পেয়েছে, আজ আমরা ঘর মেরামতের জন্য ২৫ হাজার টাকা করে চেক দিয়েছি।
প্রাণ এনজিও পরিচালক নুরুল আলম মাসুদ দি ডেইলি মেসেঞ্জারকে বলেন, কবিহাট ও বেগমগঞ্জে ক্ষত্তিগ্রস্থদের মাঝে এ অনুদান বিতরণ চলছে। তিনি এ রকম বন্যা কেউ আগে দেখেনি। গ্রামীণ এ জনপদ এখনও বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি।