ছবি : মেসেঞ্জার
সাধারণ মানুষকে অসহযোগীতার অভিযোগ তুলে ধরে পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
রবিবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। পরে পুলিশ সুপার কুতুব উদ্দিন সেখানে উপস্থিত হলে শিক্ষার্থীরা তাদের ৯ দফা দাবী পেশ করেন। আগামী এক সপ্তাহের মধ্যে দাবী বাস্তবায়নের আশ্বাস দিলে সেখান থেকে সরে দাঁড়ায় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, পরিবর্তিত প্রেক্ষাপটের পর সারাদেশের মধ্যে সবার আগে নওগাঁয় পুলিশি কার্যক্রম সচল রাখতে সহযোগীতা করেছে সর্বস্তরের মানুষ। এরপরেও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামীলীগ তাদের কার্যক্রম চালালেও গ্রেপ্তার করা হচ্ছে না। এসব সংকট কাটাতে অনতিবিলম্বে উদ্যোগ না নিলে পুলিশের বিরুদ্ধে থানা ঘেরাওসহ আগামীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর ছাত্রনেতা ফজলে রাব্বী, আরমান হোসেন, সাদনান সাকিবসহ বিভিন্ন উপজেলা থেকে আসা শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
মেসেঞ্জার/বেলায়েত/তুষার