ঢাকা,  সোমবার
২৩ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

৩১ দফা অবহিতকরণে আত্রাইয়ে আলোচনা সভা

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৬, ২২ ডিসেম্বর ২০২৪

৩১ দফা অবহিতকরণে আত্রাইয়ে আলোচনা সভা

ছবি : মেসেঞ্জার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা অবহিতকরণের লক্ষ্যে নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়ন বিএনপি‘র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) বিকালে উপজেলার ভবানীপুর বাজার চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নাসির উদ্দিন চঞ্চলের সঞ্চালনায় ও শাহাগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও আত্রাই থানা বিএনপির সভাপতি আলহাজ¦ এসএম রেজাউল ইসলাম রেজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাজাহান বাদশা, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, আবুবক্কর সিদ্দিক, আব্দুল জলিল চকলেট, খোরশেদ আলম, আশরাফুল ইসলাম লিটন, পারভেজ ইকবাল, মনোয়ার হোসেন লোটাস, শাকিল হোসেন, আব্দুর রশিদ বাবু, কামাল হোসেন, নজরুল ইসলাম, আমির হোসেন, আলাউদ্দিন মন্ডল, এরশাদ আলী, তাজিম উদ্দিন রকেটসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।