ছবি : মেসেঞ্জার
যশোরের ঝিকরগাছায় বড়দিন পালন উপলক্ষে ১৭টি কাথলিক গির্জা ও খ্রিস্টান এসাসিয়েশনের মাঝে ৫০০ কেজি করে চালের ডিও বিতরণ করা হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সবক'টি গির্জার সভাপতি, সাধারণ সম্পাদকের সাথে আলোচনাসভা শেষে এই ডিও প্রদান করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউর রহমান জোয়ারদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাঈদ, বিআরডিবি কর্মকর্তা মাহামুদুল হাসান, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মিনাল দত্ত, সাংগঠনিক সম্পাদক রমেশ দাস, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস্ টুয়েন্টির সাধারণ সম্পাদক শাহাজাহান আলীসহ ১৭টি গির্জা ও খ্রিস্টান এসোসিয়েশনের প্রতিনিধিগণ।
মেসেঞ্জার/তুষার