ছবি : সংগৃহীত
মৌলভীবাজারের বড়লেখায় ভারতীয় সীমান্তের জিরো লাইন পাহাড়ী এলাকা থেকে রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় গোপাল বাগতি নামের চা শ্রমিকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। সে শনিবার পাহাড় থেকে বাঁশ আনতে গিয়ে নিঁখোজ হয়। পরিবারের অভিযোগ সে পাহাড়ী সীমান্ত এলাকায় বাঁশ আনতে গেলে বিএসএফ এর গুলিতে সে নিহত হয়। নিহত গোপাল বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানের মোকাম সেকশনের সাবেক ইউপি সদস্য অকিল বাগতির ছেলে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আব্দুল কাইয়ুম ও নিহতের স্বজনরা জানান, চা শ্রমিক গোপাল বাগতি শনিবার সকালে আরো কয়েকজন শ্রমিকের সাথে বাঁশ আনতে বাড়ি থেকে বেরিয়ে দুর্গম পাহাড়ের যায়। রাত পর্যন্ত বাড়ি না ফেরায় স্বজনরা তাকে খোঁজাখুজি শুরু করেন।
রোববার ভোরের দিকে খবর মিলে বিজিবি-৫২ ব্যাটালিয়নের টিলা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৩৯১ ও ১৩৯২ এর মধ্যবর্তী স্থানে একটি লাশ পড়ে রয়েছে। বিজিবি ও থানা পুলিশ স্বজনদের নিয়ে রবিবার বিকেলে পাহাড়ী সীমান্ত জিরো লাইন এলাকায় পৌছে ঘটনাস্থল থেকে নিহত গোপালের লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তবে নিহতের গায়ে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মেসেঞ্জার/মিল্লাদ/তুষার