ঢাকা,  সোমবার
২৩ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

মিথ্যা প্রচার প্রতিবাদে লংগদুতে সংবাদ সম্মেলন

লংগদু প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪৯, ২৩ ডিসেম্বর ২০২৪

মিথ্যা প্রচার প্রতিবাদে লংগদুতে সংবাদ সম্মেলন

ছবি: মেসেঞ্জার

পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলা বিএনপি'র সভাপতি তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। রবিবার লংগদু প্রেসক্লাবের মিলনায়তনে তারা লিখিত বক্তব্য পাঠ করে সংবাদ সম্মেলনে বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক আবুল কারাম আজাদ বলেন, গত ১৯ ডিসেম্বর কালাপাকুজ্জ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক দেওয়ান সড়ক চেয়ে মানববন্ধন করেন।

মানববন্ধনে বারেক দেওয়ানের বক্তব্যে লংগদু উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদককে জড়িয়ে বলেন, দল ক্ষমতায় আসার পর তোফাজ্জল এবং কালামের নেতৃত্বে চাঁদাবাজি করছেন। যা ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট অপপ্রচার মাত্র। যা দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। তার এধরনের বক্তব্যের বিপরীতে আমরা জাতীয়বাদী পরিবার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

৫ আগস্টের পর থেকে লংগদু উপজেলা বিএনপির সাথে অন্য কোন দলের সাংঘর্ষিক কোন ঘটনা ঘটে নাই। উপজেলা বিএনপির নেতৃত্বে সকল সম্প্রদায়ের মানুষের সাথে সু-সম্পর্ক অটুট রয়েছে। অথচ তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন ৫ আগস্ট এর পর দল  স্বৈরাচার হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তাহলে আমাদের দল কখন ক্ষমতায় আসলো এবং কিভাবে স্বৈরাচার হলো?

অথচ তিনি গত আওয়ামী লীগের শাসনামলে পাতানো স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। যা দলের শৃঙ্খলা বিরোধী বলে আমরা মনে করি। তার এহেন বক্তব্যে দলের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এমতাবস্থায় তার মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন বক্তব্য প্রদানের তীব্র নিন্দা, প্রতিবাদ ও দৃষ্টান্তমুলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। তারা আরও বলেন, ভিত্তিহীন এসব বক্তব্যের সঙ্গে আমাদের কোন সংশ্লিষ্টতা নেই।

মেসেঞ্জার/মামুন/জেআরটি