ঢাকা,  সোমবার
২৩ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

প্রাইভেটকারে ৬১ কেজি গাঁজা পাচারের সময় আটক ৪

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৪, ২৩ ডিসেম্বর ২০২৪

প্রাইভেটকারে ৬১ কেজি গাঁজা পাচারের সময় আটক ৪

ছবি: মেসেঞ্জার

সিরাজগঞ্জে ৬১ কেজি গাঁজা নিয়ে পাচারের সময় ৪ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১২ সদস্যরা। এসময় ২টি প্রাইভেটকার, ৬টি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৮শত টাকা জব্দ করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানিয়েছেন।

এরআগে, গত (২২ ডিসেম্বর) দুপরে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালন তাদের আটক করা হয়েছে।

আটক কারবারিরা হলেন, পটুয়াখালী জেলার নিমধি গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে মোঃ হুমায়ূন কবির (৪২), একই উপজেলার ইন্দ্রকুল গ্রামের মোঃ আলম সেখের ছেলে ড্রাইভার মোঃ আল আমিন (৩০), ভোলা জেলার চর ফ্যাশন গ্রামের মোঃ সিরাজ বেপারীর ছেলে মোঃ জুয়েল বেপারী (৩২) ও চাঁদপুর জেলার দোইয়ারা একাতরী গ্রামের ড্রাইভার মোঃ ফরিদ (৩০)।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদে (২২ ডিসেম্বর) দুপুরে বগুড়া- নগরবাড়ি মহাসড়কের হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে ৬১ কেজি গাঁজাসহ ৪ জন মাদক কারবারিক আটক করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের বাজার মুল্য প্রায় ২৪ লাখ ৪০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের নিজস্ব প্রাইভেট কার যোগে পরিবহন করে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে। আসামিগণের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকত আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। 


 

মেসেঞ্জার/রাসেল/জেআরটি