ছবি : মেসেঞ্জার
দীর্ঘ ১৬ বছর পর পাইকগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দলটির আমীর ডা. শফিকুর রহমানের পাইকগাছা-কয়রায় আগমন উপলক্ষে জামায়াতের নেতাকর্মীদের মাঝে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
দলীয় নেতাকর্মীরা এখন মুক্ত পরিবেশে তাদের কার্যক্রম পরিচালনা করছেন। বিগত ২০০৮ সালে তৎকালীন সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ সর্বশেষ পাইকগাছা সফর করেছিলেন। এরপর দলটির শীর্ষ পর্যায়ের কোনো নেতা পাইকগাছায় আসেননি এবং বড় কোন সমাবেশ হয়নি বলে দলের জেলা ইউনিটের সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. কামাল হোসেন জানিয়েছেন।
তিনি আরো জানান, বিগত ২০০৮ সালের পর থেকে দলের শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা এলাকা ছাড়া এবং বিভিন্ন মিথ্যা মামলায় কারাগারে ছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলের প্রায় দেড় হাজার নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছিল। এর মধ্যে প্রায় ২/৩ শত নেতাকর্মী বিনা বিচারের কারাভোগ করেছেন। কিন্ত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হলে নেতৃবৃন্দ এলাকায় ফিরে আসেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম পুরোদমে শুরু করেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলের সাংগঠনিক কার্যক্রম চলেছে অনেকটা গোপনে। কিন্তু এখন নেই কোন পুলিশি বাধা, নেই কোন চাপ। স্বাধীনভাবে দলের সকল কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে বলে দলটির নেতৃবৃন্দ জানিয়েছেন। ইতোমধ্যে দলকে সুগংগঠিত করার লক্ষ্যে সংগঠনের উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন কমিটিগুলো গঠন করা হয়েছে।
এদিকে আগামী ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৮ টায় উপজেলার গদাইপুর ফুটবল ময়দানে পথ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও জেলা সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান, জেলা সহকারী সেক্রেটারী মুন্সী মঈনুল ইসলাম, এড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, মেডিকেল থানা ঢাকা মহানগরী উত্তরের আমীর ডা. স.ম. খালিদুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য মাও. আমিনুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা দক্ষিণের সভাপতি মো. আবুজার আল গিফারী, জেলা কর্মপরিষদ সদস্য এড. লিয়াকত আলী, জেলা সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. শেখ কামাল হোসেন, জেলা সদস্য কাজী তমজীদ আলম, প্রভাষক আব্দুল মোমিন সানা ও এড. আব্দুল মজিদ, পাইকগাছা উপজেলা নায়েবে আমীর মাও. বুলবুল আহম্মাদ, সেক্রেটারী মো. আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারী মাও. আব্দুল খালেক।
এছাড়াও দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ পথ সমাবেশে উপস্থিত থাকবেন। সমাবেশে সভাপতিত্বে করবেন পাইকগাছা উপজেলা শাখার আমীর মাও. সাইদুর রহমান। এদিকে পথ সমাবেশকে সফল করার লক্ষ্যে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং পৌর সদরে লিফলেট বিতরণ, মাইকিং, পথসভা, আনন্দ মিছিল ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। দীর্ঘ দিন পরে দলের শীর্ষ নেতৃবৃন্দের আগমন উপলক্ষে গদাইপুর ফুটবল ময়দানের পথ সমাবেশে প্রায় লক্ষাধিক লোক সমাগম ঘটবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। তিনি আরো জানান, এজন্য সংগঠনের পক্ষ থেকে সকল প্রকারের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন বলেন, আইনশৃঙ্খলার অবস্থা ভালো রয়েছে। সমাবেশ সামনে রেখে আইনশৃঙ্খলার সব প্রস্তুতি নেয়া হয়েছে, যাতে কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা না ঘটে। থানা পুলিশের পাশাপাশি জেলার গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সমাবেশস্থল পরিদর্শন করছেন।
মেসেঞ্জার/সবুজ/তুষার