ছবি : মেসেঞ্জার
পাবনার চাটমোহরে অতিসম্প্রতি নির্মম হত্যাকান্ডের শিকার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রী কল্পনা খাতুনের পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ওই ছাত্রীর মা তসলিমা খাতুনকে ইউএনওর কার্যালয়ে ডেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয়।
এ সময় নগদ ১০ হাজার টাকা আর্থিক সহযোগিতার পাশাপাশি দু’টি কম্বলও প্রদান করা হয়। এছাড়া ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেন ইউএনও। এ সময় থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন। এদিকে এমন মানবিক উদ্যোগের খবর ছড়িয়ে পড়লে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন ইউএনও মুসা নাসের চৌধুরী।
জানা গেছে, উপজেলার চরমথুরাপুর গ্রামের আলাল উদ্দিনের মেয়ে কল্পনা খাতুন। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। বছরখানেক আগে আলাল-তসলিমা দম্পতির বিচ্ছেদ হয়। এরপর থেকেই মায়ের কাছে ছিল কল্পনা। গত ১২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে ওই এলাকায় জালসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় কল্পনা।
এরপর থেকে নিখোঁজ ছিল শিশুটি। পরের দিন পৈলানপুর এলাকায় একটি লিচু বাগান থেকে শিশুটির অর্ধনগ্ন লাশ উদ্ধার করে পুলিশ। এরপর এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কল্পনার প্রতিবেশী চাচা একই গ্রামের নুরুজামান ওরফে নুর জামাল (১৮) নামে এক তরুণকে আটক করে। পরে আটক তরুণ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। এমন ঘটনা আমার পরিবার বা যে কারো সাথে ঘটতে পারতো। পরিবারটির এমন ক্ষতিপূরণ করা কখনোই সম্ভব নয়। তারা খুবই অসহায়। সবকিছু মিলিয়ে পরিবারটির পাশে থাকতে পেরে ভালো লাগছে।
মেসেঞ্জার/পবিত্র/তুষার