ঢাকা,  সোমবার
২৩ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

বিলাইছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১০, ২৩ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৯:১০, ২৩ ডিসেম্বর ২০২৪

বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

ছবি : মেসেঞ্জার

সোমবার (২৩ ডিসেম্বর) রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের চাইন্দ্যা এলাকায় হিল ফ্লাওয়ার কর্তৃক বিনামূল্যে স্বাস্থ্যসেবা  ও ঔষধ সামগ্রী  প্রদান করা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে “অংশিদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা” (PRLC) প্রকল্পের অধীনে, হিল ফ্লাওয়ার এনজিও’র আয়োজনে এই বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ সামগ্রী প্রদান করা হয়। এই সময় উপস্থিত থেকে চিকিৎসা সেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রনি সরকার।

এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমাসহ প্রকল্পের কর্মীবৃন্দ। রোগী দেখা ছাড়াও ডায়াবেটিস পরীক্ষা ও রোগের ধরন অনুযায়ী ছোট-বড় সকলের জন্য বিভিন্ন ধরনের ঔষধ সামগ্রী দেয়া হয়। শিশুসহ প্রায় একশত জনের অধিক লোককে এই চিকিৎসা সেবা দেয়া হয়।

এসময় চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ লোকজন স্থানীয় বে-সরকারী উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারসহ প্রকল্প সংশ্লিষ্ঠ সকলকে এই আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, রাঙামাটি পার্বত্য জেলার বেসরকারী উন্নয়ন সংস্থা “হিল ফ্লাওয়ার” কর্তৃক ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশন (MJF)  এর সহযোগিতায় Pertnership for Resilient Livelihoods in CHT Region (PRLC) প্রকল্পটি বিলাইছড়ি উপজেলার তিনটি (বিলাইছড়ি, কেংড়াছড়ি ও ফারুয়া) ইউনিয়নে কাজ করছে।

মেসেঞ্জার/অসীম/তুষার