ছবি : মেসেঞ্জার
লক্ষ্মীপুরে চুরির অপবাদ দিয়ে রহমত উল্লাহ নামে এক যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন ও নাকে খত দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ে।
এর আগে রোববার (২২ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নে কাজীর দিঘীরপাড় বাজারে চুরির অপবাদ দিয়ে ওই যুবককে নির্যাতন করে বাজারের কয়েকজন ব্যবসায়ী।
ভুক্তভোগী রহমত উল্লাহ লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের চৌকিদার বাড়ির আহমদ উল্লাহর ছেলে।
এ ঘটনার পর অপমানে এলাকা ছাড়া হওয়ায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, রহমত উল্লাহকে পেছন দিক থেকে একটি খুঁটিতে বেঁধে রাখা হয়েছে।
এ সময় বাজারের ব্যবসায়ী নিজামসহ কয়েকজনের হাতে লাঠি ছিল। একপর্যায়ে সুমন নামে একজন এসে রহমতকে নাকে খত দিয়ে মসজিদ পর্যন্ত যেতে বলে।
বলা হয় নাকে খত দিয়ে মসজিদ পর্যন্ত গেলেই তাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু নাকে খত দেওয়া শেষ হতেই পেছন থেকে তাকে লাঠি দিয়ে আঘাত করতে দেখা যায়।
কাজিরদিঘীর পাড় বাজারের ব্যবসায়ী নিজাম উদ্দিন বলেন, ওদুদ নামে বাজারের একজন মুদি দোকানদারের ক্যাশ বাক্স থেকে টাকা চুরির চেষ্টা করে রহমত উল্লাহ। এ সময় তাকে আটক করা হয়। পরে ব্যবসায়ী ও স্থানীয়রা তাকে বেদম মারধর করে। আমি অভিযুক্তকে উদ্ধার করে ছেড়ে দিয়েছি। এর আগে সুমন নামে একজন এসে অভিযুক্তকে নাকে খত দেওয়ার কথা বলে এবং অন্যদের সমর্থনে সেটি করেও। তবে এটি ঠিক হয়নি।
সেখানে বাজারের অন্যান্য ব্যবসায়ী এবং স্থানীয়রা থাকায় নাকে খত দেওয়ার বিষয়ে আমি আটকাতে পারিনি। তবে আরও বড় কিছু ঘটার আগেই অভিযুক্তকে উদ্ধার করেছি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ বলেন, ভিডিওটি এখনো নজরে আসেনি। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
মেসেঞ্জার/শিবলু/তুষার