ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

নড়াইল থেকে শুরু হলো স্বপ্নের রেলযাত্রা, প্রথমদিনেই যাত্রী সাধারণের উচ্ছ্বাস

টিকিটের ব্যাপক সংকট

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৯, ২৪ ডিসেম্বর ২০২৪

নড়াইল থেকে শুরু হলো স্বপ্নের রেলযাত্রা, প্রথমদিনেই যাত্রী সাধারণের উচ্ছ্বাস

ছবি : মেসেঞ্জার

নড়াইল থেকে শুরু হয়েছে স্বপ্নের রেলযাত্রা। খুলনা থেকে ছেড়ে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে নড়াইল রেলস্টেশনে এসে পৌছায় ‘জাহানাবাদ এক্সপ্রেস’ নামের নতুন কোচটি। প্রথমদিনেই যাত্রী সাধারণের ব্যাপক চাপ ছিল। অনেকে টিকিটও পাননি। এছাড়া বিভিন্ন বয়সের মানুষ আসেন প্রথম দিনের রেলযাত্রা দেখতে। সবমিলে ব্যাপক আনন্দ-উৎসব তৈরি হয় নড়াইল রেলস্টেশনে।

নড়াইল রেলস্টেশন সূত্রে জানা যায়, খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকার পথে যুক্ত হয়েছে নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’। এই ট্রেনটি মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় খুলনা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ট্রেনটি ৮টার সময় ঢাকা থেকে ছেড়ে নড়াইল হয়ে আবার খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।

এদিকে, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় বেনাপোল থেকে 'রূপসী বাংলা এক্সপ্রেস' ট্রেনটি নড়াইল হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ট্রেনটি আবার ১০টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে নড়াইল হয়ে বেনাপোল ফিরবে।  

এদিকে, মঙ্গলবার সকাল ৭টা ৩৫মিনিটে নড়াইল রেলস্ট্রেশনে ট্রেন আসার আগেই ভোর থেকে যাত্রীসহ উৎসুক জনতা ব্যাপক ভিড় করেন নতুন রেলযা্ত্রা দেখতে। এই রেলযাত্রার মধ্যদিয়ে নড়াইল থেকে যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচন হলো। যাত্রী সাধারণের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে বলে প্রত্যাশা করছেন সবাই।

নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক উজির আলী, স্কুলশিক্ষক মতিয়ার রহমান, মিজানুর রহমান, কবি ও ব্যাংকার মফিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন পরে হলেও রেলপথে যুক্ত হলো নড়াইল জেলা। খুব ভালো লাগছে। এখন নড়াইল থেকে আমরা সহজে ঢাকা, খুলনা, যশোর, বেনাপোল যেতে পারব।

নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা গ্রামের পলাশ মৃধা বলেন, নড়াইল স্টেশনে যাত্রীর এতো চাপ ছিল যে প্রথমদিনে টিকিট পাইনি। দাঁড়িয়ে যাওয়ার মতোও কোনো টিকিট ছিল না। তবু আনন্দিত, নড়াইল থেকে স্বপ্নের রেলযাত্রা শুরু হলো।

পদ্মা সেতু হয়ে নতুন রেলপথ নির্মাণের ফলে যাতায়াতের ক্ষেত্রে ঢাকা থেকে খুলনার দূরত্ব ২১২ কিলোমিটার কমে গেছে। এই পথে ঢাকা থেকে খুলনায় যাওয়া যাবে পৌনে ৪ ঘণ্টায়। আর নড়াইল থেকে ঢাকায় পৌঁছানো যাবে মাত্র দুই ঘণ্টায়। এই ট্রেন ঢাকা-খুলনা পথে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ নামে এবং ঢাকা-বেনাপোল পথে ‘রূপসী বাংলা’ নামে দু'টি কোচ নিয়মিত চলাচল করবে। এমনটি জানিয়েছেন নড়াইল রেলস্টেশন মাস্টার উজ্জ্বল বিশ্বাস।

মেসেঞ্জার/ফরহাদ/তারেক