ছবি : মেসেঞ্জার
নাটোরে নলডাঙ্গায় ‘উত্তম কৃষি চর্চা (গ্যাপ) বিষয়ক কৃষক সার্টিফিকেশন প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। এতে ৫০ জন কৃষক-কৃষাণী ও উদ্যোক্তা অংশগ্রহণ করেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েশন ইন বাংলাদেশ (পাটনার) প্রকল্পের আওতায় ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচাল কৃষিবিদ মো. মাহমুদুল ফারুক, রাজশাহী অঞ্চলের পাটনার কর্মসূচির সিনিয়র মনিটরিং অফিসার মো. আব্দুল লতিফ, নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত উপ পরিচালক কল্যাণ প্রসাদ পাল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. কিশোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার মো. সাজ্জাদ হোসাইন ও মো. নাহিদুল ইসলাম নাহিদ, এসএপিপিও মো. মোস্তাক আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরীয়ত উল্লাহ ও মো. হাবিবুর রহমান প্রমুখ।
মানবদেহের জন্য নিরাপদ ও গুণগত মান সম্পন্ন কৃষি ফসল উৎপাদন, বিপণনসহ পণ্যের ব্র্যান্ডিং নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রশিক্ষকরা। শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে জিএপি সার্টিফিকেট প্রদান করা হয়।
মেসেঞ্জার/আরিফুল/তারেক