ছবি : মেসেঞ্জার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী ক্রীড়া পরিষদ আয়োজিত মহান বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউণ্ডের সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ২.৩০টায় পোমরা উচ্চ বিদ্যালয় মাঠে পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলার উদ্বোধক ছিলেন, প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের সহসভাপতি ইকবাল সালেহ, প্রধান অতিথি ছিলেন, এলজিইডি রাঙ্গামাটি পার্বত্য জেলার নির্বাহী প্রকৌশলী আহমদ শফি, প্রধান বক্তা ছিলেন চৌধুরী এসএফ ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান শহীদুল আলম চৌধুরী রিটন।
সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সঞ্চালনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, শিক্ষাবিদ এসএম গোফরান, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি অনিরুদ্ধ অপু, রাজনীতিবিদ দিদারুল আলম, সমাজসেবী রফিকুল ইসলাম, যুব সংগঠক আকবর হোসেন রুবেল, আবুল কাশেম, কাজী সাদ্দাম হোসেন, ইকবাল হোসেন।
খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন ফটিকছড়ি উদালিয়া চা বাগান ফুটবল একাডেমি বনাম রাঙ্গুনিয়া ফুটবল একাডেমি। নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত খেলায় ফটিকছড়ি উদালিয়া চা বাগান ফুটবল একাডেমি ৪-৩ গোলে রাঙ্গুনিয়া ফুটবল একাডেমিকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে।
খেলায় ম্যন অব দ্য ম্যাচ হয়েছে ফটিকছড়ি উদালিয়া চা বাগান ফুটবল একাডেমির খেলোয়াড় টিংকু সশীল। ব্যান টাইপিংয়ের সত্বাধিকারী হাজী মো. ওসমান গনির সৌজন্যে প্রথম গোলদাতা হিসেবে ৫ হাজার টাকা মুল্যের প্রাইজমানি পুরস্কার পান আকাশ। বুধবার (২৫ ডিসেম্বর) প্রথম সেমিফাইনালে প্রতিদ্বন্ধিতা করবে উল্কা সংঘ বনাম বরইছড়ি ফুটবল একাডেমি।
মেসেঞ্জার/মঞ্জুরুল/তারেক