ছবি : মেসেঞ্জার
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) এর লার্নিং এন্ড শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর বারোটায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এফআইভিডিবি’র উপজেলা কোঅর্ডিনেটর সুশান্ত কুমার দাশ’র সঞ্চালনায় লার্নিং এন্ড শেয়ারিং ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুরমা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল ইসলাম, এফআইভিডিবি'র LEP সমন্বয়ক ফখরুল ইসলাম বাবলু, DRR ফোকাল পার্সন দেলোয়ার হোসেন, ACF এর প্রোগ্রাম ম্যানেজার মইনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা মো. শাহিনুর রহমান, নরসিংপুর ইউপি চেয়ারম্যান নূর উদ্দিন, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভুট্টো প্রমুখ।
বক্তব্যে বক্তারা বলেন, ‘এফআইভিডিবির কল্যাণে উপজেলার হতদরিদ্র নারী ও শিশুসহ সকল উপকারভোগীরা উপকৃত হয়েছে। অপুষ্টিহীন শিশুরা খাবার পেয়েছে। অনেক দরিদ্র পরিবারে টিউবওয়েল পাকাকরণ, স্বাস্থ্য সম্মত লেট্রিন নির্মাণ করা হয়েছে।
গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের ভাতা প্রদান করাসহ বিভিন্ন সচেতনতামূলক সভা ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তাদের কার্যক্রম প্রশংসনীয়। দোয়ারাবাজারের মতোন একটি দরিদ্র, বন্যা প্রবণ এবং দুর্গম উপজেলায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে এফআইভিডিবির কার্যক্রম আরো জোরদার করতে হবে।’
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ওয়ার্কশপের এক পর্যায়ে ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে দোয়ারাবাজার উপজেলায় এফআইভিডিবি’র বিগতদিনের কার্যক্রম তুলে ধরেন উপজেলা কো অর্ডিনেটর সুশান্ত কুমার দাশ।
মেসেঞ্জার/আশিস/তারেক